ঢাকা, শনিবার, ৪ মে, ২০২৪

পল্লবী থানার উদ্যেগে মাস্ক বিতরন

কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় সরকারের পক্ষ থেকে গৃহিত বিভিন্ন গনসচেতনতা মুলক কর্মসুচী শুরু হয়েছে,সরকার ও সচেতন মহল থেকে বরাবরই জনগনকে উদ্বুদ্ধ করা হচ্ছে মাস্ক ব্যবহার ও হাত ধোয়ার প্রতি গুরুত্ব আরোপ করার জন্য,এমন কি সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে "নো মাস্ক নো সার্ভিস" কর্মসুচী চলমান থাকলেও দেখা যায়,সাধারনত হাটে-বাজারে,চায়ের দোকানে এমনকি প্রতিটি স্থানেই বেশীর ভাগই মানুষ মাস্ক পরিধান করছেনা,শুধু ব্যাংক ও সরকারী দপ্তরে এর বাধ্যবাধকতা থাকলে অন্যত্র পুরোটা ভিন্ন রুপ ৷

গতকাল ইং ২১-০৩-২০২১তারিখে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জনসমাগম স্থলে মাস্ক বিতরন ও জনসচেতনতা মুলক কর্মসুচী ঘোষনা করা হয়েছে,তারই ধারাবাহিকতায় পল্লবী থানার পক্ষ থেকে ওসি কাজী ওয়াজেদ আলীর প্রত্যক্ষ নেতৃত্বে গতকাল পল্লবী ধানাধীন সাগুফতার মোড়,১২ নং বাসষ্টান্ড,অরিজিনাল-১০ ও ১১ নং বড় মসজিদের আশেপাশে প্রায় দুই হাজার মাস্ক বিতরন করেন এবং জনগনকে সচেতন হতে উদ্বুদ্ধ  করেন ৷ তারই অংশ হিসেবে আজ সকাল ১১,৩০ টার দিকে ১১নং বাসষ্টান্ড,পুরবীর মোড়,কালশীর মোড় ও পল্লবী থানার সামনে চলাচলরত গাড়ীর যাত্রী,সাধারন মানুষ,রিক্সা ওয়ালাদের মাঝে  প্রায় একহাজার মাস্ক বিতরন করেন ৷

পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন,করোনা দিনদিন ভয়াবহ আকারের দিকে যাচ্ছে,অথচ আমরা করোনাকে কেয়ার করছিনা ৷ এর জন্য হয়তো আমাদের চরম মুল্যও দিতে হতে পারে,সেদিকে না গিয়ে  বরং আমরা সবাই মাস্ক ব্যবহার করি ও স্বাস্থ্যবিধি মেনে চলি ৷

এসময় আরো উপস্থিত ছিলেন পল্লবী জোনের এসি শাহ কামাল ,ওসি অপারেশন ইয়ামিন কবীর,এসআই কাউসার মাহমুদ ও এসআই মিল্টন দত্ত ৷

ads

Our Facebook Page